Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে এক যুবক আটক

ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে এক যুবক আটক

স্টাফ রিপোর্টার :
ফেসবুকে ছেলেধরার গুজব ছড়ানোর অভিযোগে রিয়াজুল মোর্শেদ তালুকদার নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গাবখান সেতু এলাকা থেকে তাকে আটক করা হয়। রিয়াজ শহরের কালিবাড়ি ধোপারচর এলাকার অ্যাডভোকেট হাবিবুর রহমান তালুকদারের ছেলে।পুলিশ জানায়, রিয়াজ তার ফেসবুক আইডিতে ছেলেধরার গুজব ছড়িয়ে শান্তিশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করে। এ ঘটনায় গাবখান সেতু এলাকা থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন বলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ছেলেধরার গুজব ছড়ানোর বিষয়ে সে দোষী হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।