Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়েছে। মঙ্গলবার রেঞ্জ ডিআইজি কার্যালয়ে মাসিক অপরাধ পার্যালোচনা সভায় তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন ডিআইজি মো. শফিকুল ইসলাম। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান, ট্রাফিক ব্যবস্থাপনায় সফলতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনায় বিশেষ অবদান রাখায় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনকে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, এই অর্জন শুধু আমার একার নয়। ঝালকাঠি জেলার প্রতিটি পুলিশ সদস্য এ সফলতার অশিংদার। ঝালকাঠি জেলার সকল পুলিশ সদস্য আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে কাজ করে জেলা পুলিশের জন্য বারবার সফলতা বয়ে আনুক এটাই আমার প্রত্যাশা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …