Latest News
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / বিষখালী নদীর ভাঙন থেকে স্কুল রক্ষাসহ তিন দফা দাবিতে মানববন্ধন

বিষখালী নদীর ভাঙন থেকে স্কুল রক্ষাসহ তিন দফা দাবিতে মানববন্ধন

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীর ভাঙনের কবল থেকে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় রক্ষা ও রাজাপুরকে পৌরসভায় রূপান্তরসহ তিন দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। রাজাপুরের সর্বস্তরের জনগন ব্যানারে মানববন্ধনে বিভিন শ্রেণি-পেশার মানুষ নেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাান্ডার শাহ আলম নান্নু, উপজেলা আওয়ামী লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম ডেজলিং তালুকদার, রাজাপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি আহসান হাবীব রুবেল ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি মো. জালাল আহমেদ। বক্তারা রাজাপুরকে পৌরসভায় রূপান্তর, নদী ভাঙনের কবল থেকে মঠবাড়ি ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, বাজার ও লঞ্চঘাট রক্ষা ও উপজেলা সদরে আধুনিক ইকোপার্ক নির্মাণের তিন দফা দাবি জানান। অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তরা।