Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / বেতন কাঠামো ১১ তম গ্রেডের দাবিতে ঝালকাঠিতে প্রইমারির সহকারি শিক্ষকদের মাববন্ধন সমাবেশ

বেতন কাঠামো ১১ তম গ্রেডের দাবিতে ঝালকাঠিতে প্রইমারির সহকারি শিক্ষকদের মাববন্ধন সমাবেশ

স্টাফ রিপোর্টার :
বেতন কাঠানো ১১ তম গ্রেডে উন্নীত করার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় ঝালকাঠি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের (পিটিআই) সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা প্রাথমিক সহকারি শিক্ষক সমিতি এ মানববন্ধনের আয়োজন করে। এতে ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালের পাঁচ শতাধিক সহকারি শিক্ষক অংশ নেয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষক নেতা রিয়াজ মোর্শেদ তালুকদার, মাহামুদ হোসেন সিহাব চৌধুরী, মানব কুন্ডুসহ আরো অনেকে। এসময় বক্তারা জানান, বর্তমান সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পরের গ্রেডে সহকারি শিক্ষকদের বেতন কাঠামো নির্ধারণ করার কথা থাকলেও এখনো তা বাস্তবায়ন করা হয়নি। প্রধান শিক্ষকের বেতন কাঠামো দশম গ্রেডে হলে সহকারি শিক্ষকদের বেতন ১১ তম গ্রেডে নির্ধাণের দাবি জানান। এ ব্যাপারে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারিরা।