Latest News
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ।। ১৭ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ভালবাসলে নবীকে বাসতে হবে : মোশাররফ হোসেন হেলালী

ভালবাসলে নবীকে বাসতে হবে : মোশাররফ হোসেন হেলালী

স্থানীয় প্রতিনিধি :
ঢাকার হক্কানী আঞ্জুমান হেলালীয়া মোজাদ্দেদীয়া দরবার শরীফের পীর আন্তর্জাতিক মোফাচ্ছীরে কোরআন পীরে তরিকত আল্লামা আলহাজ্ব মাওলানা মো. মোশাররফ হোসেন হেলালী বলেছেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালবাসা দিবস পালন করা হয়। ভালবাসায় কোন দিবসের প্রয়োজন হয় না। ভাল যদি বাসতেই হয়, আল্লাহর নবীকে ভালবাসতে হবে। মরহুম আবদুর রহমান মিয়ার ১৩ তম মৃত্যুবার্ষিকী ও সকল মরহুমের আত্নার মাগফিরাত কামনায় বৃহস্পতিবার রাতে নলছিটিতে অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
হেলালী বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহকে কাছে পাওয়া যায়। তাই মুসলমান হিসেবে সর্বপ্রথম কাজ হচ্ছে নামাজ আদায় করা। অনেকে তারাবি নামাজ আট রাকাত পড়তে বলেন, কিন্তু এটা কোনভাবেই উত্তম নয়। তারাবি নামাজ হচ্ছে ২০ রাকাত। পুরোটাই পড়তে হবে।
মাহফিলে আরো ওয়াজ করেন ঢাকার বাড্ডা সাতারকুল পূর্ব পদরদিয়া ইয়াসিন নগর জামে মসজিদের খতীব আলহাজ্ব মাওলানা মো. আবদুর রহমান নূরী আল-কাদরী।
নলছিটি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান দুলাল শরীফ মাহফিলের সভাপতিত্বে করেন। মাহফিলটি সফল করতে সার্বিক সহযোগিতা করেন মরহুম আবদুর রহমান মিয়ার ছেলে হাজ্বী মো. মুনির হোসেন।