Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে শীতবস্ত্র বিতরণ (ভিডিও)

মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে শীতবস্ত্র বিতরণ (ভিডিও)

স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে ঝালকাঠিতে অসহায় ও গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা মহানগর উত্তর শ্রমিক লীগের সহ-সভাপতি শামীম আহমেদ এক হাজার কম্বল বিতরণ করেন। শহরের উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গরিব ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।
এ সময় ১৪ দলের মুখপাত্র ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন। তিনি বলেন, সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে মানুষ আরো বেশি উপকৃত হয়। যারা আর্থিকভাবে ধনী তাদের সামাজিক কাজে দুর্যোগকালিন সময় এগিয়ে আসা উচিত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তরুন কর্মকার। সাবিহা কেমিক্যালের এমডি ও শ্রমিক লীগ নেতা শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক হাবিবুর রহমান হাবিল ও যুবলীগ নেতা জামাল হোসেন মিঠু।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …