Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিয়ে রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন : এসপি জোবায়েদুর রহমান

মাদক সন্ত্রাস জঙ্গিবাদ বাল্যবিয়ে রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করুন : এসপি জোবায়েদুর রহমান

স্থানীয় প্রতিনিধি :
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিয়ে রোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানিয়েছেন ঝালকাঠির পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান। তিনি বলেন, আপনারা বিপদে পড়লে পুলিশকে জানাবেন, যদি প্রতিকার না পান; তাহলে আমাকে ফোন করে জানাবেন। আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন, পুলিশ আপনাদের পাশে আছে এবং থাকবে। আজ সোমবার বিকেলে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়ন কলেজ মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গি-সন্ত্রাস এবং মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দপদপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেন বাবুল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, সহকারী পুলিশ সুপার মো. মোজাম্মেল হোসেন, নলছিটি পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মজিবর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি থানার ওসি মো. শাখাওয়াত হোসেন ও ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ অনুষ্ঠানে অংশ নেয়।