Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / কৃষি / মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকের বোরো ধান সংগ্রহ

মোবাইল অ্যাপসের মাধ্যমে কৃষকের বোরো ধান সংগ্রহ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি খাদ্য অধিদপ্তর কৃষকদের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে মোবাইল অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। নলছিটি উপজেলায় এবছর কৃষকদের কাছ থেকে ৫৪৫ টন ধান সংগ্রহ করা হবে বলে জানিয়েছে উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। কৃষদের সুবিধার্থে ও অনিয়ম দূর করতে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করার লক্ষ্যেই অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহের উদ্যোগ নেয় সরকার।
নলছিটিতে কৃষকরা অ্যাপসের মাধ্যমে আবেদন করবে, পরে তাদের লটারির মাধ্যমে জয়ীদের কাছ থেকেই ধান সংগ্রহ করবে খাদ্য সংরক্ষণ অধিদপ্তর। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নাজমুল, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ওসিএলএসডি) আব্দুল জব্বার, উপজেলা কৃষকলীগের সভাপতি পৌর কাউন্সিলর মো. ফিরোজ আলম, কাউন্সিলর দুলাল চৌধুরী ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. লুৎফর রহমান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …