Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / যানবাহনে উচ্চস্বরের হর্ণ অপসারণের নির্দেশ দিলেন নলছিটি পৌর মেয়র

যানবাহনে উচ্চস্বরের হর্ণ অপসারণের নির্দেশ দিলেন নলছিটি পৌর মেয়র

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির নলছিটি শহরের মধ্যে ব্যাটারি চালিত নানা ধরণের যানবাহন চলাচল করে। এসব যানবাহনে উচ্চস্বরে হর্ণ বাজানো হয়। শব্দ দূষণে অতিষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা। শব্দ দূষণ রোধে অবশেষে রিকশা ও ভ্যান গাড়ি থেকে উচ্চস্বরের হর্ণ অপসারণের উদ্যোগ নিয়েছেন নলছিটি পৌরসভা কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের সকল রিকশা ও ভ্যানগাড়ি চালকদের ডেকে তিন দিনের মধ্যে হর্ণ অপসারণের নির্দেশ দেন মেয়র তছলিম উদ্দিন চৌধুরী। তাদের পূর্বের ন্যায় রিকশা ও ভ্যান গাড়িতে বেল লাগানোর পরামর্শ দেওয়া হয়।
পৌর মেয়রের আহ্বানে সারা দিয়ে শতাধিক চালক পৌরসভায় গিয়ে উপস্থিত হন। তাঁরা মেয়রের কাছে তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে হর্ণ অপসারণের প্রতিশ্রুতি দেন।
নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী বলেন, নাগরিক সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বদা সচেষ্ট। পৌর এলাকার মধ্যে উচ্চস্বরে হর্ণ বাজানো বন্ধ করার লক্ষ্যে প্রাথমিকভাবে রিকশা ও ভ্যান গাড়ি চালকদের নিজ দায়িত্বে অপসারণের কথা বলা হয়েছে। পরবর্তীতের শহরের মধ্যে অন্য যানবাহনের উচ্চস্বরের হর্ণ বাজানো বন্ধ করা হবে।