Latest News
বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ।। ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর নির্দেশনা অনুসারে রাজনৈতিক দলের সকল পর্যায়ে অবিলম্বে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ও সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ মানববন্ধনে ঝালকাঠির বিভিন্ন উপজেলা থেকে ‘অপরাজিতা’ হিসেবে পরিচিত নারীনেত্রী এবং জেলা পর্যায়ের রাজনৈতিক দল, নারী নেটওয়ার্ক ও সমমনা সর্বস্তরের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ অংশ নেয়। মানববন্ধনে সংশ্লিষ্ট বিষয়ের বিভিন্ন ব্যানার, ফেস্টুন এবং প্লাকার্ডনিয়ে উপস্থিত হন তাঁরা। এতে বক্তব্য রাখেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান অপরাজিতা ইসরাত জাহান সোনালী, রাজাপুর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু, নলছিটি উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মোর্শেদা লস্কর, অপরাজিতা নাজমা বেগম, লাভলি আক্তার, নার্গিস আক্তার, নুরুন্নাহার জলিল, সাংবাদিক মানিক রায়, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ঝালকাঠি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি। পরে প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি অপরাজিতা ইসরাত জাহান সোনালী।
সংবাদ সম্মেলনে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুচ্ছেদ ৯০(খ) তে বলাছিল যে রাজনৈতিক দলগুলির কেন্দ্রীয় কমিটিসহ সকল কমিটিতে ৩৩% নারী প্রতিনিধিত্ব ২০২০ সালের মধ্যে নিশ্চিত করতে হবে। ইতোমধ্যে উল্লিখিত সময়সীমা অতিক্রান্ত হলে ও প্রধান রাজনৈতিক দলগুলোসহ অন্য কোনো রাজনৈতিক দলই এই শর্ত পূরণে সক্ষম হয়নি। এই প্রেক্ষাপটে ‘অপরাজিতা: নারীর রাজনৈতিক ক্ষমতায়ন’ শীর্ষক একটি প্রকল্পের সহায়তায় গঠিত ‘অপরাজিতা নেটওয়ার্ক’-ভুক্ত নারী নেত্রীরা উক্ত লক্ষ্যমাত্রা পূরণের জন্য নতুন একটি সময়সীমাযেন বেঁধে দেওয়া হয়,এবং সে অনুযায়ী রাজনৈতিক দলগুলির সকল স্তরে অনতিবিলম্বে ন্যূনতম ৩৩% নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টসকলে যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করে, এ দাবী জানিয়ে আসছেন। এই দাবী নিয়ে ইতোমধ্যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায়ে তারা কখনও রাজনৈতিক দলের নেতাদের সাথে আবার কখনও সংসদ সদস্যদের সাথে সংলাপ,মানববন্ধন, স্মারকলিপি প্রদান ইত্যাদি কর্মসূচীতে অংশ নিয়েছে। সেই ধারাবাহিকতায় আজকের এই মানববন্ধন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …