Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে অভিমানী কিশোরীর আত্মহত্যা

রাজাপুরে অভিমানী কিশোরীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে পরিবারের সঙ্গে অভিমান করে রিমানা আক্তার (১৫) নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে। রিমানা উপজেলা মঠবাড়ি ইউনিয়নের পূর্ব বদনিকাঠি গ্রামের মো. শামসের খলিফার মেয়ে।
স্থানীয়রা জানায়, রিমানার পরিবার তাঁর বিয়ে দেয়ার প্রস্তুতি নেয়। বিয়েতে সে রাজি ছিল না। এ নিয়ে রিমানার সঙ্গে তাঁর পরিবারের কথা কাটাকাটি হয়। শুক্রবার রাতে রিমানা বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরিবারের লোকজন রিমানাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসা অবস্থায় শনিবার দুপুরে রিমানার মৃত্যু হয়। রবিবার লাশ বরিশালে ময়না তদন্ত হওয়ার পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …