Latest News
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / নারী ও শিশু / রাজাপুরে দুই সন্তানের জননীকে কুপিয়েছে প্রতিপক্ষরা

রাজাপুরে দুই সন্তানের জননীকে কুপিয়েছে প্রতিপক্ষরা

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরের পূর্ব নৈকাঠি গ্রামে মামলা করায় আসামীরা কুপিয়ে আহত করেছে বাদী শিউলী বেগম (২৭) নামে দুই সন্তানের জননীকে। আহত অবস্থায় তাকে রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার রাতে রাজাপুর থানায় লিখিত অভিযোগ করেছেন নির্যাতিত ওই নারী।
অভিযোগে জানা যায়, এক বছর আগে পূর্ব নৈকাঠি গ্রামের প্রতিপক্ষ রাজা সিকদার, রহিম ও সত্তারের বিরুদ্ধে চাঁদাদাবি, বসতঘরে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে আদালতে মামলা করেন শিউলী বেগম। এর পর থেকেই মামলা তুলে নেওয়ার জন্য আসামীরা বিভিন্ন হুমকি দিয়ে আসছিল তাকে। এছাড়া এ আসামীদের বিরুদ্ধে প্রতিবেশী আবুল কালামের দায়ের করা একটি চাঁদাবাজী মামলার এক নম্বর স্বাক্ষীও শিউলী বেগম। এসব কারণে ক্ষিপ্ত হয় আসামীরা। শনিবার সকালে শিউলী বেগম এনজিওর ঋণের কিস্তি দেয়ার জন্য স্থানীয় মোকাম্মেল হোসেনের বাড়িতে যাওয়ার পথে আসামী রাজা সিকদারসহ প্রতিপক্ষরা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে।
রাজাপুর থানার ওসি মো. শামসুল আরেফিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই নারীর অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।