Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / রাজাপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে আটক ৩

রাজাপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে অপহরণের অভিযোগে আটক ৩

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে বাঁশতলা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, উপজেলার উত্তর তারাবুনিয়া সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ওই ছাত্রীকে (১৩) রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতঘর এলাকা থেকে অপহরণ করা হয়। এ ঘটনায় দুপুরে রাজাপুর থানায় ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হয়। পুলিশ এ ঘটনায় অপহরণকারী মামুন হোসেনের (২২) মা ও নানীসহ তিন জনকে আটক করে। মামুন উপজেলার লেবুবুনিয়া গ্রামের মৃত জলিল হোসেনের ছেলে। বর্তমানে সে তাঁর নানীর কাছে বাশতলা গ্রামে থাকতো।
মাদ্রাসা ছাত্রীর মা-বাবার অভিযোগে জানা যায়, গত শুক্রবার তাদের প্রতিবেশী বাদশা মোল্লার ছেলে জুয়েলের বিয়েতে তাঁর আত্মীয় মামুন বেড়াতে যায়। ওই সময় তাদের মেয়ের দিকে নজর পরে মামুনের। রবিবার সকালে জুয়েলের সহযোগীতায় মামুন দলবল দিয়ে ওই ছাত্রীর বাড়ির সামনে থেকে তাকে অপহরণ করে নিয়ে যায়।
রাজাপুর থানার এসআই হানিফ জানান, ওই ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।