Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে ৫২০০ কেজি অবৈধ পলিথিক জব্দ, ব্যবসায়ী আটক

রাজাপুরে ৫২০০ কেজি অবৈধ পলিথিক জব্দ, ব্যবসায়ী আটক

স্থানীয় প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে সাত লাখ টাকামূল্যের ৫২০০ কেজি অবৈধ পলিথিক জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব-৮)। এ সময় পলিথিনের মালিক ব্যবসায়ী ওসমান গণিকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেওতা মাদ্রাসা এলাকায় র‌্যাব অভিযান চালিয়ে একটি ট্রলারে বোঝাই করা এ পলিথিন জব্দ করে। আটক ওসমান গনি উপজেলার কেওতা ঘিগড়া গ্রামের মৃত আশ্রাব আলীর ছেলে।
বরিশার র‌্যাব-৮ এর এএসপি মুকুট চাকমা জানান, পলিথিন ব্যবসায়ী ওসমান গণি চার বছর ধরে নদী পথে ট্রলারযোগে ঢাকা থেকে এপলিথিন এনে দক্ষিণাঞ্চলের বিভিন্ন বাজারে পাইকারি বিক্রি করে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ওসমান গনির বাড়ির সামনের খালে ট্রলার বোঝাই ৭০ বস্তা এ পলিথিন জব্দ করা হয়। এর মূল্য সাত লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব। পরে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজাপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইমরান শাহারিয়া আটককৃত ওসমান গনিকে ৫০ হাজার টাকা জরিমান করেন এবং অবৈধ পলিথিন ধ্বংসের নির্দেশ দেন।