স্টাফ রিপোর্টার :
করোনায় মৃত ব্যক্তির গোসল, জানাজা ও দাফন করে আলোচনায় আসা মানবিক সেচ্ছাসেবী সংগঠন শাবাব ফাউন্ডেশনকে পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে।
ঝালকাঠির নলছিটি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার সংগঠনের সদস্য সচিব মুফতি হানযালা নোমানীর হাতে ১৬ সেট পিপিই তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার। পিপিই গ্রহণকালে শাবাব ফাউন্ডেশনের সদস্য মো. হাসিবুল হাসান সবুজ ও মো. শাহাদাত ফকির উপস্থিত ছিলেন।
ইউএনও রুম্পা সিকদার জানান, করোনা মহামারিতে জীবনের ঝুঁকি নিয়ে শাবাব ফাউন্ডেশন মানবতার কাজ করে যাচ্ছে। তাদের কাজ ইতোমধ্যেই প্রশংসিত হয়েছে। তাঁরা যেন সুরক্ষিত থাকে এ জন্য পিপিই দিয়েছি।
তিনজন মুফতি ও দুইজন হাফেজের নেতৃত্বে গঠিত শাবাব ফাউন্ডেশন এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ২০ জনের দাফন কাজ সম্পন্ন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …