Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সবাইকে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে: আমির হোসেন আমু

সবাইকে বাধ্যতামূলক মাস্ক পড়তে হবে: আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার :
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে বাধ্যতামূলক মাস্ক পড়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, দেশে প্রতিদিনই শত শত মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। এই মুহূর্তে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক পড়ার পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজারও ব্যবহার করতে হবে। বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাস্ক, শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমু বলেন, সরকার সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এই দেশের মানুষের কথা চিন্তা করেই সরকার করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিনের ব্যবস্থা করেছে। এখন তৃতীয় ডোজ চলছে। মানুষের সুরক্ষার জন্য কাজ করছে শেখ হাসিনা।
চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুহাম্মদ মনিরুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুল, জেলা প্রশাসনের রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. বশির গাজী, চেম্বারের সাবেক সভাপতি সালাহ উদ্দিন আহম্মেদ সালেক ও সহসভাপতি ফেরদৌস আহম্মেদ টিটু। এ সময় চেম্বারের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১০ হাজার মানুষকে মাস্ক ও দেড় হাজার মানুষকে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …