Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও সমাবেশ

মো. শাহীন আলম :
বরিশালে ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন সুমন হাসানসহ দেশের সকল সাংবাদিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠির সাংবাদিকরা। আজ রবিবার সকাল সাড়ে ১০টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচিতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন ঝালকাঠি প্রেস ক্লাবের সাবেক সভাপতি চিত্তরঞ্জন দও, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সাংবাদিক নেতা শ্যামল সরকার, দুলাল সাহা, প্রেস ক্লাব সহসভাপতি অ্যাডভোকেট আক্কাস সিকদার, যুগ্ম সম্পাদক কে এম সবুজ, ডিবিসি নিউজের ঝালকাঠি প্রতিনিধি আল আমিন তালুকদার ও ইনডিপেনডেন্ট নিউজের ঝালকাঠি প্রতিনিধি রহিম রেজা প্রমুখ।

বক্তারা সাংবাদিক নির্যাতনকারী পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। নির্যাতনকারীদের শাস্তি না হলে পুলিশের সংবাদ বর্জনসহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।