Latest News
রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন
????????????????????????????????????

সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে বরিশালে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :
ঝালকাঠির সাংবাদিক কে এম সবুজসহ, নাজিরপুর ও কেরানীগঞ্জে সাংবাদিক নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধ করেছে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশাল। আজ রবিবার বেলা ১২ টায় নগরীর প্রাণকেন্দ্র বীরশ্রেষ্ঠ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক সদররোডে এ কর্মসূচি পালন করেন তারা।
নিউজ এডিটরস্ কাউন্সিলের সভাপতি সৈয়দ মেহেদী হাসানের সভাপতিত্বে মানববন্ধ কর্মসূচিতে বক্তব্য রাখেন বরিশাল টেলিভিশন মিডিয়া এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর ও এনটিভি বরিশাল ব্যুরো প্রধান আখতার ফারুক শাহিন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি ও একাত্তর টিভি বরিশাল প্রতিনিধি বিধান সরকার, ইন্ডেপেনডেন্ট টিলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মুরাদ আহমেদ, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এস,এম, জাকির হোসেন, বরিশাল ডিবিসি টিভি চ্যানেল প্রতিনিধি অপূর্ব অপু, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের ক্রিড়া সম্পাদক নাসিমুল হক, বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোপাল সরকারসহ বরিশাল গণসংহতি আন্দোলনের সদস্য সচিব হারুন আর রশিদ। মানববন্ধন কর্মসূচিতে সঞ্চলনা করেন নিউজ এডিটরস্ কাউন্সিলের সাধারণ সম্পাদক খন্দকার রাকিব। মানববন্ধনে বক্তারা বলেন, কে এম সবুজ একজন ভাল সংবাদকর্মী। তাঁর ওপর হামলাকারীদের অল্পসময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। এছাড়াও দেশের সকল সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি জানানো হয় মানববন্ধন থেকে।