Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / সাম্প্রতিক বিষয় নিয়ে ঝালকাঠিতে পুলিশের মিট দ্যা প্রেস

সাম্প্রতিক বিষয় নিয়ে ঝালকাঠিতে পুলিশের মিট দ্যা প্রেস

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে ছেলেধরা গুজব ও গণপিটুনি প্রতিরোধ, মাদক বিরোধী কার্যক্রমসহ সাম্প্রতিক ঘটনায় পুলিশের তৎপতরা নিয়ে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপারের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। এতে ঝালকাঠির গণমাধ্যমকর্মীরা অংশ নেন। মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য দেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও এম এম মাহমুদ হাসান, সদর থানার ওসি শোনিত কুমার গায়েন এবং গোয়েন্দা পুলিশের পরিদর্শক ইকবাল বাহার উপস্থিত ছিলেন। পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, ছেলেধরা গুজবটি সম্পূর্ণ মিথ্যা, এটি আমরা প্রচার-প্রচারণার মাধ্যমে তুলে ধরতে সক্ষম হয়েছি। এজন্য সাংবাদিকরা ভাল একটি ভূমিকা রেখেছেন। তিনি ডেঙ্গু রোধ, মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক সপ্তাহ, মাদক নিয়ন্ত্রণ, থানাসমূহে নারী ও শিশু ডেস্ক চালু, বিভিন্ন স্থানে অভিযোগ বক্স স্থাপন বিষয়েও আলোকপাত করেন। এছাড়া তিনি সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
পুলিশ সুপার বলেন, চারটি থানায় নারীদের জন্য একটি করে নারী ও শিশু ডেস্ক থাকবে। যেখানে একজন নারী পুলিশ কর্মকর্তা নারী সেবাপ্রার্থীদের কথা শুনবে। একজন নারী অনেক সময় পুরুষ পুলিশ কর্মকর্তার কাছে লজ্জায় সবকিছু খুলে বলতে পারে না। আমি একজন নারী, তাই নারীদের কথা চিন্তা করে চার থানাতে আলাদা ডেস্ক চালু করেছি।