Latest News
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ।। ১৩ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝালকাঠিতে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস পরীক্ষার জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় স্থানীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি প্রেস ক্লাব আয়োজিত মানববন্ধনে সুজন, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ, দুরন্ত ফাউন্ডেশন, ইয়ুথ অ্যাকশন সোসাইটি, রক্ত কনিকা, মানব কল্যাণ সোসাইটি, কালের কণ্ঠ শুভসংঘ, প্রথম আলো বন্ধুসভাসহ বিভিন্ন সামাজিক সংস্কৃতিক সংগঠন ও নান শ্রেণি পেশার মানুষ স্বাস্থ্যবিধি মেনে অংশ গ্রহণ করেন। মানববন্ধন শেষে স্বাস্থ্য সচিবের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও সুসাশনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মহিন তালুকদার মঈন, সদর উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, প্রেস ক্লাবের সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অলোক সাহা, প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের সভাপতি রফিকুল ইসলাম, প্রথম আলো বন্ধুসভার সভাপতি শাকিল আহম্মেদ রনি, কালের কণ্ঠ শুভসংঘের সাধারণ সম্পাদক ও দুরন্ত ফাউন্ডেশনের সভাপতি তাসিন অনিক মৃধা, যুগ্মসাধারণ সম্পাদক মাহফুজা মিষ্টি, মানবকল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা উজ্জল রহমান ও রক্ত কনিকার এডমিন প্রীতম তালুকদার। বক্তারা বলেন, ঝালকাঠিতে বর্তমানে করোনায় আক্তান্তের সংখ্যা প্রায় তিনশ’। করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের, উপসর্গ নিয়ে মারা গেছেন ৩৪ জন। নমুনা সংগ্রহের পরে জেলা সদর থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে বিলম্বে রিপোর্ট আসার কারনে ঝুঁকিতে রয়েছে ঝালকাঠিবাসী। অনেকে রিপোর্ট পাওয়ার আগেই মৃত্যুবরণ করেছে। তাই অতিদ্রুত পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …