Latest News
শনিবার, ১৮ মে ২০২৪ ।। ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির মুচি-কামার-হরিজনদের খাদ্যসামগ্রী দিলেন ডিআইজি

ঝালকাঠির মুচি-কামার-হরিজনদের খাদ্যসামগ্রী দিলেন ডিআইজি

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া শহরের মুচি, কামার ও হরিজনদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। শনিবার সকাল ১১ টায় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় চত্বরে তিনপেশার ১০০ মানুষের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন ডিআইজি। স্কুলের মাঠে সমাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী গ্রহণ করেন তাঁরা। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, কাজী মো. ছোয়াইব, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম এম মাহমুদ হাসান, ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান। পরে ডিআইজি শফিকুল ইসলাম ঝালকাঠি শহরের কাচাবাজারগুলো পরিদর্শন করেন। এ সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ক্রেতা বিক্রেতাদের প্রতি আহবান জানান তিনি।
ডিআইজি মো. শফিকুল ইসলাম বলেন, করোনাভাইরাস রোধে সরকার সবধরনের পদক্ষেপ নিয়েছে। নিন্ম আয়ের মানুষ যারা কর্মহীন হয়ে পড়ছে, সেসব পরিবারকে সরকার সাহায্য সহযোগিতা করছেন। করোনা ভাইরাসে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাংলাদেশ পুলিশ জনগণের পাশে সবসময় ছিল এবং থাকবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …