Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি জেলা আ.লীগ সম্পাদকের মায়ের মৃত্যু

ঝালকাঠি জেলা আ.লীগ সম্পাদকের মায়ের মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনিরের মা মাহফুজা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন। বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত ১০.৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জোহর বাদ কেন্দ্রীয় ঈদগা ময়দানে জানাজা শেষে তাকে পৌর কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি, ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এম মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, কমিউনিস্ট পার্টি জেলা শাখার সভাপতি হেলাল উদ্দিন আকন ও সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি। এছাড়াও মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঝালকাঠি প্রেস ক্লাব, টেলিভিশন সাংবাদিক সমিতি, বাংলাদেশ ক্যামিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি ঝালকাঠি জেলা শাখাসহ বিভিন্ন সংগঠন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …