Latest News
শনিবার, ৪ মে ২০২৪ ।। ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে তিন শতাধিক মসজিদে হবে ঈদের জামাত

ঝালকাঠিতে তিন শতাধিক মসজিদে হবে ঈদের জামাত

স্টাফ রিপোর্টার :
করোনা পরিস্থিতিতে ঝালকাঠিতে এ বছর পবিত্র ঈদ-উল আযহার নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে। ঈদগা ময়দানে স্বাস্থ্য ঝুঁকির কথা চিন্তা করে সরকার মসজিদে নামাজ আদায়ের পরামর্শ দিয়েছে। তাই জেলার তিন শতাধিক মসজিদে ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
জানা যায়, ঝালকাঠি শহরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় জামে মসজিদে। সকাল সাড়ে ৭টায় প্রধান জামাতে জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ স্থানীয় মুসল্লিরা অংশ নেবেন। এতে ইমামতি করবেন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা গাজী মো. শহিদুল ইসলাম। একই স্থানে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে ঈদের দ্বিতীয় জামাত। এদিকে ঝালকাঠির সর্ববৃহত ঈদের জামাত অনুষ্ঠিত হয় হযরত কায়েদ ছাহেব হুজুরের প্রতিষ্ঠিত এনএস কামিল মাদ্রাসার মসজিদে। সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এ বছর পবিত্র ঈদ-উল আযহার নামাজ অনুষ্ঠিত হবে।
এ ছাড়াও জেলার চার উপজেলায়ও মসজিদে মসজিদে অনুষ্ঠিত হবে এ বছরের ঈদ-উল আযহার নামাজ। এতে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হবে।
জনতার কণ্ঠ টোয়েন্টিফোর ডট কম পরিবারের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …