Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে গেছে,৭০ লাখ টাকার ক্ষতি, আহত ১০

রাজাপুরে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে গেছে,৭০ লাখ টাকার ক্ষতি, আহত ১০

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি রাজাপুরের পুটিয়াখালী বাজারে বুধবার রাতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান। এতে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ১০ জন আহত হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, রাত ৮টার দিকে বিদ্যুৎ চলে গেলে বাজারের পেট্রোল ব্যবসায়ী আব্দুল মজিদ মোমবাতি জ্বালিয়ে বেচাকেনা করছিলেন। এ সময় মোমবাতি থেকে আগুন লেগে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে তিনি দগ্ধ হন। আগুন পাশের ব্যবসাপ্রতিষ্ঠানে ছড়িয়ে পড়ে। এতে ১৫টি দোকান মালামালসহ পুড়ে যায়। আগুনে ৭০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ হাওলাদার। তিনি জানান, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন বিতরণ করা হবে। পরবর্তীতে তাদের সার্বিক সহায়তা দেওয়া হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …