Latest News
রবিবার, ১৯ মে ২০২৪ ।। ৫ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরা শুরু

ঝালকাঠিতে সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ ধরা শুরু

স্টাফ রিপোর্টার :
টানা ২২ দিনের নিষেধাজ্ঞার পর ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। বৃহস্পতিবার সকাল থেকে নদীতে জাল ফেলে মাছ ধরছেন তারা। তবে গত বছরের তুলনায় এ বছর ইলিশ কম পাচ্ছেন বলে জানিয়েছেন জেলেরা। এখন আর ঝাকে ঝাকে ইলিশের দেখা পাচ্ছেন না তারা। অভিযোগ রয়েছে, নদীতে মাছ ধরা শুরু হলেও মৌসুমি জেলেরা অবাধে কারেন্ট জাল ব্যবহার করছেন। কারেন্ট জালের ব্যবহার বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন প্রকৃত জেলেরা।
এদিকে সাগরের ইলিশে ভরে গেছে ঝালকাঠির মাছের বাজার। কিছুটা কমমূল্যেই বিক্রি হচ্ছে ইলিশ। এক কেজি ওজনের ইলিশ ৭০০-৮০০ এবং ছোট ইলিশ ৩০০-৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …