Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

ঝালকাঠি কারাগারে হত্যা মামলার আসামির মৃত্যু

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা কারাগারে হত্যা মামলার আসামি ইমরান হোসেন এমরান (৩৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়। জেলার রাজাপুর উপজেলার বারবাকপুর বালিকা বিদ্যালয়ের অফিস সহকারী কুট্টি মৃধা হত্যা মামলার আসামি হিসেবে ৪ বছর ধরে কারাবন্দি ছিলেন এমরান।
ঝালকাঠি জেলা কারাগারের জেলার জান্নাতুল ফেরদৌস জানান, সকাল ১০টার দিকে হাজতি ইমরান হোসেন এমরানের বুকে ব্যাথা অনুভব করলে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল সাড়ে ১১ টার দিকে তাঁর মৃত্যু হয়। ইমরান হোসেন এমরান জেলার রাজাপুর উপজেলার রোলা গ্রামের মো. আবুল বাশার খানের ছেলে।
স্ট্রোক হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে ঝালকাঠি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান সাগর জানিয়েছেন। ২০১৭ সালের ৫ অক্টোবর থেকে সে জেল হাজতে রয়েছে। লাশ ময়না তদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …