Latest News
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সদর হাসপাতালে নানা সমস্যা নিয়ে অ্যাডভোকেসি ফোরামের সভা

ঝালকাঠি সদর হাসপাতালে নানা সমস্যা নিয়ে অ্যাডভোকেসি ফোরামের সভা

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর হাসপাতালের নানা সমস্যা ও উত্তরণের উপায় নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল পরিচালিত অ্যাডভোকেসি ফোরামের সভা অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সাংবাদিক হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে ভার্চুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় অ্যাডভোকেসি ফোরামের সদস্যরা সদর হাসপাতালে নানা সমস্যা তুলে ধরে আলোচনা করেন। সমস্যাগুলো সমাধানের পথও বের করে দেন আলোচকরা। এ বিষয়ের ওপর বক্তব্য রাখেন সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা জাফর আলী, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান। আলোচনায় অংশ নেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের বরিশাল বিভাগীয় সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান। আওয়ামী লী, বিএনপি, জাতীয় পার্টি ও সাংবাদিকদের সমন্বয়ে গঠিত অ্যাডভোকেসি ফোরামের সদস্যরা সদর হাসপাতালের করে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কাছে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নেন। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএসএআইডির কর্মকর্তা
লুবাইন চৌধুরী মাসুম।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …