Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ঘেরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

নলছিটিতে ঘেরে বিষ দিয়ে ১০ লাখ টাকার মাছ মারার অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়িখালি গ্রামের এক তরুণ উদ্যোক্তার ঘেরে বিষ প্রয়োগ করে মাছ মেে ফেলার প্রতিবাদ ও দোষিদের শাস্তির দাবিতে মানববন্ধন করে এলাকাবাসী। মঙ্গলবার সকালে হাড়িখালী মাছের ঘেরের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ক্ষতিগ্রস্ত তরুণ উদ্যোক্তা এহসানুল হক মাহাবুবসহ এলাকাবাসী অংশ নেন।
গত ৭ মে রাতের আঁধারে ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করেন তরুণ উদ্যোক্তা এহসানুল হক মাহাবুব। মামলার পরেও পুলিশ কাউকে শনাক্ত ও গ্রেপ্তার করতে পারেনি বলেও মানববন্ধনে অভিযোগ করা হয়।
মানববন্ধনে অংশ নিয়ে ঘেরের মালিক এহসানুল হক মাহাবুব অভিযোগ করেন, তিনি ঢাকায় পড়ালেখা শেষে চাকরি না পেয়ে বাড়িতে আসেন। দীর্ঘদিন বেকার থাকার পরে গত বছর ১ একর জমিতে একটি মাছের ঘের করেন। এতে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা হয়েছিল। লাভের মুখ দেখার আগেই শত্রæতাবশত তাঁর ঘেরে বিষ প্রয়োগ করে ১০ লাখ টাকার মাছ মেরে ফেলে দুর্বৃত্তরা। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার দাবি করেছেন মানববন্ধনে অংশগ্রহষকারীরা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …