Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নলছিটিতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে ৩৫০ পিস ইয়াবাসহ রাজিব মল্লিক (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে শহরের মল্লিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাজিব উপজেলার কুলকাঠি গ্রামের ছোহরাব মল্লিকের ছেলে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, বরিশাল থেকে ইয়াবা নিয়ে ভাড়ার একটি মোটরসাইকেলে নলছিটি আসছিল রাজিব মল্লিক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মল্লিকপুর এলাকায় মোটরসাইকেল থামিয়ে রাজিবকে তল্লাশী করে ৩৫০ পিস ইয়াবা পায়। এসময় তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে নলছিটি থানার উপপরিদর্শক নাজমুল হাসান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …