Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / নলছিটির প্রতাপে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত

নলছিটির প্রতাপে অগ্নিকাণ্ডে একটি বসতঘর ভস্মীভূত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির নলছিটিতে অগ্নিকাণ্ডে একটি বসতঘর মালামালসহ ভস্মীভূত হয়েছে। আজ শুক্রবার রাত পৌনে নয়টার দিকে উপজেলার প্রতাপ গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানায়, প্রতাপ গ্রামের বাবুর্চি মোশারেফ হাওলাদারের বসত ঘরে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মালামালসহ বসতঘরটি পুড়ে যায়। এতে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত মোশারেফ হাওলাদার জানান।
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবদুল মালেক বলেন, একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আগুনে একটি বসতঘর পুড়ে গেছে।
বিলাপ করে ক্ষতিগ্রস্ত মোশারেফ হাওলাদার বলছিলেন, আগুনে আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।