Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / চীনের উপহারের আরও ১০ লাখ টিকা আসছে সন্ধ্যায়

চীনের উপহারের আরও ১০ লাখ টিকা আসছে সন্ধ্যায়

অনলাইন ডেস্ক : চীন থেকে উপহার হিসেবে সিনোফার্মের আরও ১০ লাখ ডোজ টিকা আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকায় আসছে। ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

এক ফেসবুক পোস্টে হুয়ালং ইয়ান লিখেছেন, ‘আমাদের বাংলাদেশি ভাই-বোনদের জন্য চীনের উপহার হিসেবে সিনোফার্মের এক মিলিয়ন (১০ লাখ) ডোজ টিকা তিয়ানজিন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তোলা হয়েছে।’

‘আশা করা হচ্ছে, আজ সন্ধ্যায় এসব টিকা ঢাকায় এসে পৌঁছাবে’, যোগ করেন হুয়ালং ইয়ান। এর আগে গত ১২ মে বাংলাদেশকে সিনোফার্মের পাঁচ লাখ টিকা উপহার দেয় চীন। এরপর ১৩ জুন দ্বিতীয় দফায় উপহারের ছয় লাখ টিকা দেশে পৌঁছায়। আর আজ তৃতীয় দফায় উপহার হিসেবে আসছে সিনোফার্মের ১০ লাখ টিকা।

এ ছাড়া টিকার বৈশ্বিক উদ্যোগ ‘কোভ্যাক্স’-এর আওতায় চীন দুই দিনে ৩৪ লাখ ৭০ হাজার সিনোফার্মের টিকা বাংলাদেশকে দিয়েছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …