Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে ‘সম্মোহিত’ করে নারীর গহনা ছিনতাই

ঝালকাঠিতে ‘সম্মোহিত’ করে নারীর গহনা ছিনতাই

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে এক নারীকে ‘সম্মোহিত’ (বশিকারণ) করে গহনা ও মোবাইল ফোন ছিনতাই করেছে একটি চক্র। মঙ্গলবার সকাল পৌনে ১১টার দিকে শহরের আমতলা সড়কে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ওই নারীর নাম তাজনেহার বেগম। তিনি ঝালকাঠির বারইকরণ খেয়াঘাট এলাকার শ্রমিক জামাল খানের স্ত্রী।
তাজনেহার বেগম জানান, তাদের টেলিভিশনের রিমোট নষ্ট হয়ে যায়। রিমোট কিনতে তিনি মঙ্গলবার সকালে ঝালকাঠি শহরের আমতলা সড়কে আসেন। বাড়িতে ফিরে যাওয়ার সময় প্রচন্ড বৃষ্টির কারনে একটি দোকানের সামনে আশ্রয় নেন। তাকে দেখে বয়স্ক ব্যক্তি ও কিশোর একটি ছেলে সেখানে আসে। তারা কথার ছলে তাজনেহার বেগমকে সম্মোহিত করেন। এ সময় তাঁর কান থেকে সোনার গহনা, গলায় থাকা দুই ভরি ওজনের রূপার চেইন ও মোবাইল নিজেই ওই চক্রটির কাছে তুলে দেন। কিছুক্ষণ পরে তিনি স্বাভাবিক হয়ে গেলে গহনা ও মোবাইল ফোন দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। এ ঘটনায় ঝালকাঠি থানায় একটি অভিযোগ করেছেন ওই নারী।
তাজনেহার বেগম বলেন, আমরা গরিব মানুষ। অনেক কষ্টে রূপার একটি চেইন ও কানের দুল বানিয়েছি। আমার এই সম্পদটুকো নিয়ে গেল ছিনতাই করে। এর চেয়ে আমাকে মেরে ফেলাও ভালো ছিল।
ঝালকাঠি থানার উপ পরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …