Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝালকাঠিতে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার :
কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহরের ইউসুফ কমিশনার সড়কে জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল। জেলা বিএনপির আহŸায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন যুবদল নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান বক্তব্য দেন। সদর থানা যুবদলের সভাপতি কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে জেলা যুবদলের অপর একটি অংশ শহরের আমতলা গলি সড়কের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। তবে পুলিশের বাধায় শোভাযাত্রাটি শহরে বের হতে পারেনি। জেলা যুবদলের সাবেক সহসভাপতি কামাল হোসেন মল্লিকের সভাপতিত্বে সেখানে সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, যুবদল নেতা এনামুল হক সাজু, আজাদুর রহমান, জাহিদ হোসেন ও কেশব সুমন। দুটি অনুষ্ঠানের দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান বক্তারা।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …