Latest News
রবিবার, ৫ মে ২০২৪ ।। ২২শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কালেক্টরেট কর্মচারীদের দিনব্যাপী কর্মবিরতি চলছে

ঝালকাঠিতে কালেক্টরেট কর্মচারীদের দিনব্যাপী কর্মবিরতি চলছে

স্টাফ রিপোর্টার :
পদোন্নতি ও গ্রেড পরিবর্তনসহ বেতন ভাতা বৃদ্ধির দাবিতে ঝালকাঠিতে কালেক্টরেট সহকারী সমিতি (বাকসাস) দিনব্যাপী কর্মবিরতি কর্মসূচি চলছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মবিরতি শুরু করেন কর্মচারীরা। এতে স্থবির হয়ে পড়ে জেলা প্রশাসক কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও ভ‚মি কার্যায়য়ের কার্যক্রম। অনেকেই জরুরী কাজে এসে কর্মবিরতি দেখে ফিরে যান।
কালেক্টরেট কর্মচারীরা জানান, সচিবালয়, নির্বাচন কমিশন, কৃষি বিভাগ, পিএসসি ও মন্ত্রণালয়ের সংযুক্ত বিভাগগুলোতে ১৬ তম গ্রেডে যোগদান করে ৫ বছরের মধ্যে পদোন্নতি পেয়ে যান। অথচ কালেক্টরেট সহকারী তৃতীয় শ্রেণির কর্মচারীরা চাকরির শেষ বেলায় এসেও পদোন্নতি পায় না।
এ সময় বক্তব্য দেন বাকসাস’র সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সুপার মো. আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক জেলা প্রশাসক কার্যালয়ের সাধারণ শাখার প্রধান সহকারী মো. আনিসুর রহমান ও শহিদুল ইসলাম সাগর। বক্তারা বলেন, তাদের এ দাবি মেনে নেওয়া না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …