স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলার বিভিন্ন মসজিদের ইমামদের পাঁচ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থী ইমামদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মো. নিজাম উদ্দিন। ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মো. আব্দুল হাই নিজামী ও জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আশ্রাফুল হক। প্রশিক্ষণে জেলার চার উপজেলার ২০টি মসজিদের ইমাম অংশ নেন। ঝালকাঠি ইসলামিক ফাউন্ডেশ এ প্রশিক্ষণের আয়োজন করে।
জনতার কণ্ঠ 24 সংবাদ
নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …