Latest News
শনিবার, ৪ মে ২০২৪ ।। ২১শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে কৃষক সেবাকেন্দ্রের উদ্বোধন করলেন আমু

ঝালকাঠিতে কৃষক সেবাকেন্দ্রের উদ্বোধন করলেন আমু

স্টাফ রিপোর্টার :
কৃষকদের প্রশিক্ষণ ও বীজ সংরক্ষণের পাশাপাশি সকল সহযোগিতার জন্য ঝালকাঠি সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নে উদ্বোধন করা হয়েছে কৃষক সেবাকেন্দ্র। শনিবার দুপুরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি ফলক উন্মোচনের মাধ্যমে কৃষক সেবাকেন্দ্রের উদ্বোধন করেন। এক কোটি ৭৪ লাখ টাকা ব্যায়ে তিনতলা বিশিষ্ট সেবাকেন্দ্রটি নির্মাণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্পটি এলজিইডি বাস্তবায়ন করে। পরে আওয়ামী লীগের এ প্রবীণ নেতা স্থানীয় একটি সেতুর নির্মাণ কাজ শেষে উদ্বোধন করেন। ফলে গ্রামের মানুষ শহরে যাতায়াতের জন্য খুলে দেওয়া হয় সেতুটি। দুটি উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এতে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, বাংলাদেশ পীর আউলিয়ার দেশ। এ দেশের মানুষ ধর্মপরায়ন। ধর্মপরায়ন মানুষদের ধর্মান্ধ করার জন্য বিভিন্ন গোষ্ঠী নানা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ সৃষ্টিতে জামায়াত ইসলাম নামে একটি সংগঠন এই প্রচেষ্টার সঙ্গে জড়িত। তারা কখনো প্রকৃত ইসলামের সঙ্গে নেই। ধর্ম একটি পবিত্র আমানত, তাই ধর্মকে পবিত্র স্থানে রাখা উচিত। ধর্মকে রাজনীতির মধ্যে টেনে এনে কোনভাবে আঘাত করা উচিত নয়। যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করে, তারা অবশ্যই নিজেদের স্বার্থসিদ্ধি করার জন্য এটা করেন। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম শাহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …