Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / আনিসুর রহমান পলাশ ঝালকাঠির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

আনিসুর রহমান পলাশ ঝালকাঠির শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত

স্টাফ রিপোর্টার :
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম আনিসুর রহমান পলাশ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এ সদর উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান (স্কুল পর্যায় ) নির্বাচিত হয়েছেন।
তিনি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ে ২০০১ সালে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। ২০১৮ সাল থেকে প্রধান শিক্ষক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। তাঁর ইন্ডেক্স নম্বর- ৫১৪৬৭৬, শিক্ষাগত যোগ্যতা এমএ বিএড, এমএড (প্রথম শ্রেণি), এলএলবি। তাঁর চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব, সততা ও সুনাম সর্বমহলে প্রশংসিত। তিনি ঝালকাঠি জেলার শিক্ষা অফিসের অধীনে একজন অভিজ্ঞ মাস্টার ট্রেইনার। শিক্ষার মানোন্নয়নে তিনি অসংখ্যবার অভিভাবক সমাবেশ করেছেন, কৃতি শিক্ষার্থীদেরকে পুরস্কৃত করে উৎসাহিত করেছেন ও জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ে যথাযথভাবে শ্রেণি পাঠদান কার্যক্রম, প্রাত্যহিক সমাবেশ, নিয়মিত গ্রন্থাগারের ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণের মাধ্যমে বিদ্যালয় প্রাঙ্গনে সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ দৃশ্যমান। তিনি একজন দক্ষ প্রশাসনিক কর্মকর্তা। তিনি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি আদি শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক সমিতি (কামরুজ্জামান) এর ঝালকাঠি জেলার সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিদে ঝালকাঠি সদরের সাধারণ সম্পাদক, বাংলাদেশ স্কাউটস ঝালকাঠি সদরের কমিশনার, সুজন (সুশাসনের জন্য নাগরিক) ঝালকাঠি শহর কমিটির সভাপতি, আহবায়ক বাংলাদেশ যুব আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ ঝালকাঠি জেলাসহ আরও অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …