Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / আসন্ন বাজেটে উপকূলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি

আসন্ন বাজেটে উপকূলের উন্নয়নে বিশেষ বরাদ্দের দাবি

স্টাফ রিপোর্টার :
আসন্ন বাজেটে উপকূলের উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে ঝালকাঠি জেলা নাগরিক উন্নয়ন কমিটি। শনিবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে তৃতীয় উপক‚লীয় সম্মেলনে বক্তারা এ দাবি জানান। পাশাপাশি উপকূলীয় উন্নয়ন বোর্ড গঠন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দুই জেলার মাঝামাঝি তা স্থাপন, পদ্মা সেতুতে পরিকল্পিত রেলপথ গোপালগঞ্জ থেকে পিরোজপুর হয়ে বরিশাল, পটুয়াখালী পর্যন্ত সমপ্রসারণ, খুলনা ও বরিশালের সকল জেলায় গ্যাস লাইন প্রদান, সুন্দরবন সুরক্ষায় সর্বোত্তম ব্যবস্থা গ্রহণ, সকল বাস্তুচ্যুতদের পুনর্বাসন, দুর্যোগ মোকাবেলায় কার্যকরী দীর্ঘমেয়াদী ব্যবস্থা ও বহুমুখী কর্মসংস্থানের ব্যবস্থাসহ ১২ দফা দাবি পেশ করা হয়। সম্মেলনে দক্ষিণ-পশ্চিম উপক‚লীয় জেলার নাগরিক নেতৃবৃন্দ অংশ নেন।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। ঝালকাঠি জেলা নাগরিক উন্নয়ন কমিটির আহ্বায়ক ইলিয়াছ সিকদার ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপক‚লীয় উন্নয়ন আন্দোলনের সদস্য সচিব মঈনুল আহসান মুন্না। বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি জেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ার হোসেন আনু, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব ডা. মিজানুর রহমান, বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংস্কৃতজন মনোয়ার হোসেন খান, সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি ড. কামরুন্নেছা আজাদ, ক্রীড়া সংগঠন হাবিবুর রহমান হাবিল, দৈনিক জনগণ পত্রিকার প্রকাশ অ্যাডভোকেট সাকিনা আলম লিজা, কেওড়া ইউপি চেয়ারম্যান আবু সাঈদ খান ও জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …