Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / আইন-আদালত / ঝালকাঠিতে মাদক কারবারির সাত বছর কারাদণ্ড

ঝালকাঠিতে মাদক কারবারির সাত বছর কারাদণ্ড

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে রুবেল তালুকদার (৩২) নামে এক মাদক কারবারিকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন। রুবেল তালুকদার পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার নতুন নলবুনিয়া গ্রামের মৃত মোতাহার তালুকদারের ছেলে। রয় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ৯ জুলই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠির রাজাপুর উপজেলার কাটাখালী সেতুর ওপরে রুবেল তালুকদারের দেহ তল্লাশী করে ২১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব-৮ এর একটি দল। এ ব্যাপারে বরিশাল র‌্যাব-৮ এর নায়েব সুবেদার মোহাম্মদ রাজু বাদী হয়ে ওইদিন রাজাপুর থানায় মামলা দায়ের করেন। রুবেল আদালত থেকে জামিনে মুক্ত হয়ে পলাতক থাকে। রাজাপুর থানা পুলিশের এসআই খন্দকার আব্দুর রউফ ২০১৮ সালের ৮ আগস্ট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৮ জন সাক্ষ্যগ্রহণ শেষে রায় প্রদান করেন।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …