Latest News
শুক্রবার, ৩ মে ২০২৪ ।। ২০শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকার জরিমানা

ঝালকাঠিতে চার প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকার জরিমানা

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম বাজার ও তালুকদার বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুইটি ফার্মেসিকে ও মূল্য টেম্পারিং করে বেশি মূল্য লেখার কারনে দুইটি মুদি দোকানকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস বলেন, ‘মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখায় দুইটি ওষুধের দোকান ও মূল্য টেম্পারিং করে বেশি মূল্য লেখার কারণে দুইটি মুদি দোকানসহ চারটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও সকল পণ্য ন্যায্যম‚ল্যে বিক্রিসহ ব্যবসায়ীদের ম‚ল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …