Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষা পদকের জন্য ১৬ ক্যাটাগরিতে বাছাই সম্পন্ন

ঝালকাঠিতে প্রাথমিক শিক্ষা পদকের জন্য ১৬ ক্যাটাগরিতে বাছাই সম্পন্ন

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের জন্য ১৬ ক্যাটাগড়িতে ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই করা হয়েছে। শিক্ষা নিয়ে কাজ করায় ঝালকাঠি জেলায় শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছে খান আরিফুর রহমান, শ্রেষ্ঠ ইউএনও হয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী হয়েছেন সদর উপজেলা ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন পৌর কাউন্সিলর হাবিবুর রহমান হাবিল। জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ যাচাই বাছাই শেষে তাদের নাম ঘোষণা দেন। ঝালকাঠি জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদকের জন্য ১৬টি ক্যাটাগড়িতে ব্যক্তি ও প্রতিষ্ঠান বাছাই করা হয়। এরা বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই পর্বে অংশগ্রহণ করবেন। ঝালকাঠিতে জেলা প্রশাসক জেলা পর্যায়ে বাছাই চূড়ান্ত করেন। শ্রেষ্ঠ শিক্ষক পদে বিজন বেপারী, শ্রেষ্ঠ শিক্ষিকা ইসরাত জাহান ফেরদৌস, শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. হাসানুজ্জামান, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মোসা. শাহনাজ আক্তার, শ্রেষ্ঠ কাব শিক্ষক আসাদুজ্জামান খান, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. মঈনুল ইসলাম, শ্রেষ্ঠ ইন্সট্রক্টরক মো. মিজানুর রহমান শ্রেষ্ঠ ইন্সট্রাক্টর (পিটিআই) মনিষা মন্ডল, শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার সাবেকুন নাহার, শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি মো. হাবিবুর রহমান হাবিল, শ্রেষ্ঠ বিদ্যালয় বিদ্যোৎসাহী মঈন তালুকদার ও ঝড়ে পরার হার কামাতে সক্ষম বিদ্যালয় কীর্ত্তিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …