Latest News
বুধবার, ৮ মে ২০২৪ ।। ২৫শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা

স্টাফ রিপোর্টার :
টানা ২২ দিন বন্ধ থাকার পরে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে ইলিশ ধরা শুরু করেছে জেলেরা। শুক্রবার মধ্যরাত থেকে জেলেরা নদীতে জাল ফেলে ইলিশ ধরছে। তাদের জালে পাওয়া যাচ্ছে রূপালি ইলিশ। ছোট বড় সব ধরণের মাছই পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন জেলেরা। এতে খুশি এখানকার জেলেরা। বাজারেও ইলিশের ছড়াছড়ি। দাম একটু বেশি হলেও তাজা ইলিশ কিনতে পেরে খুশি ক্রেতারাও। জেলায় ৬ হাজার ৮৮৩ জন নিবন্ধিত জেলের মধ্যে সরকারি প্রণোদনার চাল পেয়েছেন তিন হাজার ৮৫০ জন।
জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ২২ দিনের অভিযানে ১৮ জনকে বিভিন্ন মেয়াদে দÐ, ১৫ হাজার টাকা জরিমানা আদায়, ২০টি মামলা দায়ের করা হয়। জব্দ করা হয় ২৫টি নৌকা ও ৫ লাখ ৭২ হাজার ৫০০ মিটার জাল। এছাড়া ২১৭ কেজি ইলিশ উদ্ধার করে বিভিন্ন এতিম খানায় বিতরণ করা হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …