Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ‘জঙ্গী দমন মাদক নিয়ন্ত্রণ সন্ত্রাসসহ বিভিন্ন সংকটময় সময় পুলিশ বাহিনীর ভূমিকা ছিল প্রসংশনীয় : আমির হোসেন আমু

‘জঙ্গী দমন মাদক নিয়ন্ত্রণ সন্ত্রাসসহ বিভিন্ন সংকটময় সময় পুলিশ বাহিনীর ভূমিকা ছিল প্রসংশনীয় : আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার :
‘জঙ্গী দমন, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস দমন, করোনা মোকাবেলাসহ বিভিন্ন সংকটময় সময় পুলিশ বাহিনীর ভূমিকা প্রসংশনীয় ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। তিনি বলেন, বাংলাদেশ ভারত সীমান্তে মিয়ানমারের তিনশোর অধিক ফেন্সিডিল তৈরির কারখানা ছিলো। এ থেকে প্রমানিত হয় মাদক দিয়ে আমদের দেশকে ষড়যন্ত্রের মুখে ফেলা হয়েছিলো। আমাদের চৌকস পুলিশ বাহীনি এগুলো ধ্বংস করে প্রশংসা অর্জন করেছে। তিনি শনিবার সকালে ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে ঝালকাঠিতে নানা আয়োজনের মধ্য দিয়ে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১১টায় ঝালকাঠি পুলিশ লাইন্সের সবুজ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। র‌্যালিটি শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুলসহ পুলিশের কর্মকর্তারা।
বছরব্যাপী কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিষেশ ভূমিকা রাখায় কমিউনিটি পুলিশের কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক গৌতম কুমার ঘোষ এবং রাজাপুর উপজেলার ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মৃধার হাতে সম্মাননা স্বারক তুলেদেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেছেন, ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠির পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …