Latest News
বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ।। ১৯শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে শিক্ষার মানউন্নয়ন সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে শিক্ষার মানউন্নয়ন সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়ে শিক্ষার মানউন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার রমনাথপুর আজাহারিয়া দাখিল মাদ্রাসা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আজাহারিয়া দাখিল মাদ্রাসা ও মাজেদা খাতুন তালিমুল কোরান নুরানী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান।
কীর্ত্তিপাশা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার পর্যবেক্ষন পরিষদের সদস্য সচিব তালুকদার মনিরুজ্জামান মনির, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম মিয়া।
সভায় বক্তারা বলেন, করোনাকালে এখানকার শিক্ষার্থীরা শিক্ষা গ্রহনে অনেক পিছিয়ে ছিল। তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনতে উদ্যোগ গ্রহণ করতে হবে। এজন্য অভিভাবকদের সচেতন হতে হবে। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যুগান্তকারি ভূমিকা পালন করেছে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি মানব কল্যাণ সোসাইটি উদ্যোগে ঈদ উপহার বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির রাজাপুরে চার শতাধিক দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার …