Latest News
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪ ।। ১৪ই বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠি সদর হাসপাতালের সমস্যা সমাধানের আশ্বাস তত্বাবধায়কের

ঝালকাঠি সদর হাসপাতালের সমস্যা সমাধানের আশ্বাস তত্বাবধায়কের

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠি সদর হাসপাতালের সেবার মানোন্নয়নে কর্তৃপক্ষ যথেষ্ট আন্তরিক এবং হাসপাতালে যেসব সমস্যা রয়েছে তা সমাধানে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তত্ত্বাবধায়ক ডা. শামীম আহমেদ। একটি জনবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে হাসপাতালের সুনাম বৃদ্ধিতে সকলের সহযোগিতায় ঝালকাঠি সদর হাসপাতালের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সদর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে টিআইবি’র সচেতন নাগরিক কমিটির (সনাক) এক অধিপরামর্শ সভায় এ আশ্বাস দেন তত্বাবধায়ক।
অধিপরামর্শ সভায় সনাকের পক্ষ থেকে হাসপাতালের ডাক্তার সংকট, এক্স-রে ফিল্ম সংকট, দালালদের হয়রানি, হুইল চেয়ার বা ট্রলির সংখ্যা বাড়ানো, টয়লেটে নারী-পুরুষের আলাদা চিহ্নিতকরণ, হাসপাতালের ওয়েবপোর্টাল বা তথ্য বাতায়ন হালনাগাদ করার বিষয়গুলো তুলে ধরা হয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র (টিআইবি) বিশেষায়িত মোবাইলভিত্তিক এপস্ (প্যাক্টঅ্যাপ) এর মাধ্যমে কমিউনিটি মনিটরিংয়ে প্রাপ্ত সমস্যাগুলো সভায় তুলে ধরে তা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য কর্তৃপক্ষকে অনুরোধ জানান সচেতন নাগরিক কমিটি (সনাক), ঝালকাঠির সদস্যরা। যেসকল সমস্যা স্থানীয়ভাবে সমাধান করা সম্ভব নয়, তা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের উদ্যোগ নিতেও আহŸান জানান তারা।
অধিপরামর্শ সভায় সনাকের পক্ষে নেতৃত্ব দেন সনাকের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা মো. হেমায়েত হোসেন। সভায় উপস্থিত ছিলেন সনাকের স্বাস্থ্য উপকমিটির যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম তালুকদার, কবিতা হাওলাদার, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, এক্টিভ সিটিজেন্স গ্রুপের (এসিজি) সদস্যবৃন্দ ও টিআইবি’র কর্মীবৃন্দ।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিলো স্বপ্ন পূরণ সমিতি

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে শতাধিক মানুষকে ঈদ উপহার দিয়েছে স্বপ্ন পূরণ সমিতি। সোমবার বিকেলে শহরের …