Latest News
সোমবার, ৬ মে ২০২৪ ।। ২৩শে বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / রাজাপুরে বিষ দিয়ে কবুতর হত্যার অভিযোগ

রাজাপুরে বিষ দিয়ে কবুতর হত্যার অভিযোগ

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির রাজাপুরে বিষ দিয়ে শতাধিক কবুতর হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার উপজেলার বড়ইয়া ইউনিয়নের দক্ষিণ পালট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ২৭টি কবুতর উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে পরীক্ষা করালে বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
জানা গেছে, দক্ষিণ পালট গ্রামের মাহে আলম হাওলাদার ও তাঁর ছেলের রিপন হাওলাদার কবুতরের ব্যবসা করার উদ্দেশ্যে বাড়ির ছাদে ঘর করে ১২৫টি কবুতর পালন করতেন। কবুতরের বাচ্চা বিক্রি করে চলতো তাদের সংসার। অনেক সময় বড় কবুতরও বিক্রি করতেন তাঁরা। প্রতিদিনের মতো বুধবার সকালে কবুতরগুলো তাদের ঘর থেকে উড়ে যায়। সকাল ১১টার দিকে তাদের একের পর এক ২৭ টি কবুতর বাড়িতে ফিরে এসে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। অন্য কবুতরগুলোর কোন খোঁজ নেই। দুপুরে মৃত কবুতরগুলো উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান মাহে আলম। কবুতর ব্যবসায়ী রিপন হাওলাদার অভিযোগ করেন, স্থানীয় দুর্বৃত্তরা খাদ্যে বিষ প্রয়োগ করে তাঁদের পোষা কবুতরগুলো হত্যা করেছে। অথবা কেহ ধানের বীজতলায় কীটনাশক প্রয়োগ করতেও পারে যা খেয়ে কবুতরগুলো মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন তিনি।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দীনেশ চন্দ্র মজুমদার বলেন, পালট গ্রামে বাড়ির ছাদে পোষা কিছু কবুতর মারা গেছে। পরীক্ষা করে জানাযায় বিষক্রিয়ায় কবুতরের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে তাদের থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

ঝালকাঠি ইউনাইটেড’র পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার : ঝালকাঠিতে স্বেচ্ছাসেবী দুটি সংগঠনের উদ্যোগে এক হাজার পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা …