Latest News
সোমবার, ২০ মে ২০২৪ ।। ৬ই জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
Home / জাতীয় / কাঁঠালিয়ায় সংঘর্ষে নিহত-১, আহত-৪, গ্রেপ্তার-৪

কাঁঠালিয়ায় সংঘর্ষে নিহত-১, আহত-৪, গ্রেপ্তার-৪

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠির কাঁঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে কবির মোল্লা (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন উভয় পক্ষের চারজন। পুলিশ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার বিকালে উপজেলার আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, আমুয়া ইউনিয়নের ছোনাউটা গ্রামের আলতাফ হোসেন ও চাঁন মিয়ার সঙ্গে কবির মোল্লার জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার বিকেলে বিরোধের জেরে উভয় পক্ষের মধ্যে বাক-বিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষ দাও, রামদা নিয়ে এলোপাথারী কোপাতে শুরু করে। এতে ঘটনাস্থলেই কবির মোল্লা নিহত হয়। সংঘর্ষে কবির মোল্লার ভাই গ্রাম পুলিশ বাবুল মোল্লা (৬০), স্ত্রী এমিলি বেগম (৫৫) আহত হয়। অপর পক্ষের মো. আলতাফ হোসেন ও তাঁর ছেলে মিরাজ হোসেন আহত হয়। গ্রাম পুলিশ বাবুল মোল্লাকে প্রথমে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, আলতাফ হোসেন (৬২), তাঁর ছেলে মিরাজ হোসেন (৩৫), কবির মোল্লার মেঝ ভাই চাঁন মিয়া মোল্লা (৫০) ও তাঁর ছেলে সাগর মোল্লা (২৫)।
কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিহত কবিরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে সকল মরহুমদের স্মরণে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে সকল মরহুমদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনায় ১৮তম বার্ষিক …