Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঝালকাঠিতে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :
ঝালকাঠিতে কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য এবং অধিকার নিয়ে জনপ্রতিনিধি, ইউপি সচিব, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকদের সঙ্গে নারীপক্ষের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) আয়োজনে নারীপক্ষের অধিকার এখানে, এখনই (আরএইচআরএন ২), প্রকল্পের আওতায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান ইসরাত জাহান সোনালী।
সভায় চিলড্রেন অ্যান্ড ইয়ূথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (সাইডো) নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ আলম খলিফা, আঙিনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন, তারুণ্যের কন্ঠস্বরের সমন্বয়কারী হাফিজা আক্তার ও সদস্য হেপী আক্তার।
সভায় কিশোর কিশোরীদের গোপনীয়তা বজায় রেখে স্বাস্থ্যকেন্দ্রগুলোতে সেবা প্রদানের আহ্বান জানানো হয়।

জনতার কণ্ঠ 24 সংবাদ

নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটিতে শ্রমিক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌরসভা চত্বরে এ …