Latest News
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / শিক্ষাঙ্গণ / ঝালকাঠির আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঝালকাঠির আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

মো. শাহীন আলম :
ঝালকাঠির আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এসময় শিল্পমন্ত্রী বিদ্যালয়ে অক্ষয় কুমার সাহা স্মৃতি ভবনের উদ্বোধন করেন। স্বাধীনতা চিকিৎসক পরিষদ ঝালকাঠি জেলা শাখার সভাপতি অধ্যাপক অসীম কুমার সাহা তাঁর বাবার নামে বিদ্যালয়ের এই ভবনটি উৎসর্গ করে নির্মাণ করে দেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সুলতান হোসেন খান ও নতুন ভবনের দাতা অধ্যাপক অসীম কুমার সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমলা রানী নাথ।