Latest News
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
Home / জাতীয় / ঝালকাঠিতে মা শিশুস্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক সভা

ঝালকাঠিতে মা শিশুস্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি বিষয়ক সভা

স্টাফ রিপোর্টার :
‘মা, নবজাতক ও শিশুস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং পুষ্টিসেবার সূচক উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠির জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ইউএসএইড এর মা-মনি এইচএসএস প্রকল্পের সহায়তায় এ সভার আয়োজন করে। এতে জেলা প্রশাসক মো. হামিদুল হক সভায় প্রধান অতিথি ছিলেন। স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেলোয়ার হোসেন মাতুব্বরের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন সিভিল সার্জন ডাক্তার শ্যামল কৃষ্ণ হাওলাদার, রাজাপুরের উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরউজ্জামান, জেলা পরিষদ সচিব দেবী চন্দ, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফেরদৌসি বেগম, কাঠালিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, নবগ্রাম ইউপি চেয়ারম্যান মুজিবুল হক আকন্দ ও কুলকাঠির ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বাচ্চু। তথ্যপত্র উপস্থাপন করেন মা-মনি প্রকল্পের সিনিয়র ম্যানেজার ডাক্তার মোস্তাক আহমদ। সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার মাহাবুবা হক। সভায় জেলা পরিষদ কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সচিব, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা এবং মা-মনি প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।